বিশেষজ্ঞদের মতে খাদ্য নির্বাচনের উপর সন্তানের শরীরের বর্ণ কেমন হবে তা নির্ভর করে না, এটা নির্ভর করে তার বাবা-মা এর কাছ থেকে যে জিন পেয়েছে তার উপর।
Md.Anwar Hossain Mehedi.
আমরা যদি ফরসা রং কে X এবং কালো রং কে Y ধরি
তবে শ্যামলা রং এর জন্য হবে XY.
প্রজননতত্ব অনুসারেঃঃ
XY × XY = XX,
XY, XY, YY
অর্থাৎ, পিতা-মাতা উভয়ে শ্যামলা হলে তাদের সন্তানদের প্রতি ৪ জনের মধ্যে - ১ জন ফরসা ২ জন শ্যামলা ১ জন কালো হতে পারে।