তাহলে তো হলোই তবে রোগের ধরনের যেমন ভাগ আছে তেমনি ডাক্তারের মাঝেও ভাগ আছে।একজন ডাক্তার সব বিষয়ে বিশেষজ্ঞ থাকেন না।তাই রোগের ধরন অনুযায়ী সেই রোগের বিশেষজ্ঞ ডাক্তারের কাছেই যাওয়া উচিত তিনি ডাক্তার হওয়া সত্ত্বেও।কারণ মেডিসিন বিশেষজ্ঞ সার্জারি করতে পারেন না।তবে তিনি নিজে মেডিসিন বিশেষজ্ঞ আর নিজের রোগ নিজে নির্ণয় করতে পারে তবে তো হলোই।কিন্তু নিজের ক্ষেত্রে যদি ভুল করার সম্ভাবনা থাকতে পারে এমন হলে অন্য ডাক্তারের কাছে যেতে পারেন।