চুলে মেলানিনের উপস্থিতির উপর ভিত্তি করেই বিভিন্ন ধরনের চুলের রং হয়ে থাকে, চুলে মেলানিনের পরিমান বেশি থাকলে চুল ঘন কালো আর কম থাকলে কালো রঙের পরিমান কমে গিয়ে ভিন্ন রং ফুটে উঠে। তবে এক্ষেত্রে বাবা বা মায়ের চুলের জিনও অনেকাংশে দায়ী থাকতে পারে। সন্তানের চুলের রং অনেকটাই তার বাবা মায়ের চুলের জিনের কারনেই প্রস্ফুটিত হয়ে থাকে। আর মূলত এজন্য সবার চুলের রং আলাদা হয়।