Sadia Binte Chowdhury-
হ্যাঁ, পারে। কারণ পৃথিবীর বাস্তুতন্ত্রে বিভিন্ন খাদ্যশৃঙ্খল বিদ্যমান। এখানে বিভিন্ন প্রাণি বিভিন্ন স্তরের খাদক ও ভিন্ন ভিন্ন খাদ্য উৎসের উপরে নির্ভরশীল। এখন সবাই যদি সবুজ শাকসবজি খেতে শুরু করে, তাহলে একদিকে যেমন পৃথিবীতে শাকসবজির সংকট পড়ে যাবে, অন্যদিকে কোনো প্রাণিকে কেউ না খাওয়ায়/মারায় প্রাণিদের প্রজাতিতে বিস্ফোরণ ঘটবে, এতে প্রাণিদের মাঝেও খাদ্যসংকট দেখা দিবে ও দুর্ভিক্ষ বা মড়ক দেখা দিবে।