Nishat Tasnim-
আমরা জানি, চায়ে আছে ক্যাফেইন। ক্যাফেইন এর ব্যবহার অনেক ধরনের মাথা ব্যাথার ঔষধে লক্ষ করা যায়। ক্যাফেইন মাথা ব্যথার সময় মাথার আশেপাশের শিরাগুলোকে চিকন করে দেয় ফলে রক্ত চলাচল সীমিত হয় এবং মাথাব্যথা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়।
যাদের চা খাওয়ার অভ্যাস আছে তাদের শরীর নিজেকে ক্যাফেইন এর সাথে মানিয়ে নেয় এবং ক্যাফেইন এ অভ্যস্ত হয়ে যায়। যদি হঠাৎ করে শরীরে এর সরবরাহ বন্ধ হয়ে যায় তখনই ক্যাফেইন Withdrawal দেখা দেয়, যার একটি লক্ষন হলো মাথা ব্যাথা। এইক্ষেত্রে একদমে হঠাৎ করেই কফি গ্রহণ বন্ধ না করে ধীরে ধীরে বন্ধ করাটাই শ্রেয়।
©সংগ্রহীত