Nishat Tasnim-
অল্প বয়সে দাড়ি লাল বা সাদা হয়ে যাওয়াটা স্বাভাবিক নয়। অল্প বয়সে দাঁড়ি লাল হওয়ার কারণঃ-
১. ঘুম কম হওয়া।
২. নিম্ন মানের হেয়ার প্রোডাক্ট ব্যবহার করা, অত্যাধিক পরিমাণে চুলে রাসায়নিক পদার্থ ব্যবহার।
৩. দাঁড়ির নিয়মিত যত্ন না নেওয়া।
৪. তেলে ভাজাপোড়াসহ ফাস্টফুড জাতীয় খাবার বেশি খাওয়া।
৫. অতিরিক্ত চা কিংবা কফি খাওয়া।
৬. পুষ্টিকর খাবারের অভাব।
৭. বংশগত বা হরমোনের কারণে।
৮. অতিরিক্ত চিন্তা, চুল অতিরিক্ত ড্রাই করা, পানি দূষিত হওয়া।
৯. জেনেটিক বা হরমোনের সমস্যা।
১০. জীবনযাপনের নানা সমস্যা ইত্যাদির যে কোন প্রকার কারণেই থাকে।
লাল দাড়ি কালো করার উপায়ঃ-
কয়েকটি আলুর খোসা ছাড়িয়ে নিন। পরিষ্কার একটি পাত্রে দুই গ্লাস পানি নিন। এতে আলুর খোসা দিয়ে গরম করুন। পানি ফুটতে শুরু করলে আরো পাঁচ মিনিট রাখুন। এরপর চুলা থেকে নামান। একটি বাটিতে মিশ্রণ ছেঁকে আলুর খোসা ফেলে দিন। মিশ্রণটি ঠান্ডা করুন। বাড়তি আলু টি রস করে মুখে বা হাতে ম্যাসাজ করতে পারেন। আলুর রস স্কিন থেকে রোদে পোড়া ভাব দূর করে। ফলে শরীরের কালচে হওয়া জায়গা গুলো সহজেই ফর্সা করা যায়। যেভাবে ব্যবহার করবেন- প্রথমে মাথার দাড়ি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। দাড়িতে তেল দেওয়া বা খুব বেশি ময়লা থাকলে শ্যাম্পু করে নিন। এরপর মিশ্রণটি মাথার চুলে লাগিয়ে হাল্কা করে ম্যাসাজ করুন। এরপর আধা ঘন্টা রেখে দিন। আধাঘন্টা পর চুল পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই বার এই পদ্ধতি মেনে চলুন। কয়েকদিন ব্যবহারে আপনার সাদা দাড়ি কালো হয়ে যাবে।