Hasan Saikat-
পিএইচ (pH) হচ্ছে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পরিমাপের সংকেত। এর মাধ্যমে মাটি ও পানির অম্লত্ব ও ক্ষারত্বের পরিমাণ নির্ধারণ করা হয়।
পিএইচ প্রকাশ করা হয় সংখ্যামান দ্বারা। এই সংখ্যামান ০ থেকে ১৪ পর্যন্ত বিস্তৃত।
এই সংখ্যামান কখনো ঋণাত্মক দিকে অসীম হতে পারেনা, কেননা কোন অম্লের ঘনমাত্রা ঋণাত্মক হতে পারবেনা। অন্যদিকে, ১৪এর উপরে পিএইচ মান পাওয়াও সম্ভব না বিধায়ই পিএইচ মান ০-১৪ এর মধ্যে নির্দেশ করা হয়।