Nishat Tasnim-
অধিকাংশ লোকের জীবনেই কোনো না কোনো সময় চোখের পাতা লাফানোর সমস্যা হয়। অনেক সময় বাঁ চোখ লাফায়, আবার ডান চোখ লাফায়। মূলত চোখ লাফানো একটি শারীরিক সমস্যা। একে সাধারণত আইলিড টিক্স অথবা আই স্পাজম বলা হয়। সাধারণত এটি যেকোনো এক চোখের নিচের অংশকে আক্রান্ত করে। এতে ওপরের অংশও কখনো কখনো লাফানো শুরু করে। এ সমস্যা সাধারণত দ্রুতই চলে যায়। তবে কিছু কিছু সময় সপ্তাহ বা মাসখানেক স্থায়ী হয়।
বিভিন্ন কারণে এ সমস্যা হতে পারে। যেমনঃ- বেশি কফি গ্রহণ, উজ্জ্বল আলো, মদ্যপান, ক্লান্তি, মানসিক চাপ, চোখের ভেতরের অস্বস্তি, ধূমপান, শারীরিক পরিশ্রম, বাতাস।
আই স্পাজম সাধারণত এমনিতেই ঠিক হয়ে যায়। এই স্পাজম ব্যথাযুক্ত নয়, ক্ষতিকর নয়। তবে কিছুটা অস্বস্তিকর। বিশেষ করে বেশি হলে চোখ বন্ধ করতে ও খুলতে সমস্যা হয়।