সাবান পানিতে নেগেটিভ এবং পজেটিভ আয়ন সৃষ্টি হয় যার মাধ্যমে কাপড়ের ময়লা কিংবা হাতের ময়লা দূর হয়। সাবান পানিতে হাত দিলে আমাদের হাতে যে সাবান থেকে সেটার ধনাত্মক চার্জ এবং সাবানের ফেনা চার্জ একই হয় এবং সমধর্মে আধান পরস্পরকে বিকর্ষণ করে ফলে সাবানের ফেনা দূরে সরে যায়।