গ্রীক দার্শনিক পিথাগোরাসের নামে এই কাপটির নাম রাখা হয়।
এটি স্বাভাবিক কাপ বা পানপাত্র হিসাবে ব্যবহার করা যায়, যতক্ষণ না এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণ তরল দিয়ে পূরণ করা হয়। যদি একজন ব্যক্তি লোভী চিন্তাভাবনা দিয়ে প্রচুর পরিমাণে এটি পূরণ করে তবে পুরো কাপে যতটুকুই তরল নেওয়া হোক না কেন, পুরোটাই কাপের নিচের অভিনব ছিদ্রপথে পড়ে যাবে। এই জন্য এটিকে লোভী কাপও বলা হয়।
এক্ষেত্রে তরলের প্রবাহের সাইফন পদ্ধতিটা মূলত ব্যবহৃত হয়।