আমরা যখন জেগে থাকি তখন দেহের সব কোষ জেগে থাকে না,কিছু কিছু কোষ ঘুমন্ত অবস্থায়ও থাকে।তেমনি, আমরা যখন ঘুমিয়ে থাকি, তখন মস্তিষ্কের কিছু কিছু কোষ জেগে থাকে।মস্তিষ্কের জাগ্রত সেইসব কোষের ক্রিয়াকলাপ ই স্বপ্ন নামে পরিচিত।এই ব্যাখ্যাটাকেই বেশিসংখ্যক মানুষ গ্রহণযোগ্য মনে করে।ব্যাখ্যাটা সাইকোলজিক্যাল দৃষ্টিকোন থেকে।