ম্যাপল হলিস্টিকস’র হেলথ এন্ড ওয়েলনেস বিশেষজ্ঞ স্যালেব বেক বলেন, চুইংগাম দীর্ঘকাল পেটের ভেতর থেকে যাওয়ার কুসংস্কার, তরমুজের বীজ পেটে গিয়ে পেটের মধ্যে গাছ গজানোর কুসংস্কারটির মতোই মিথ্যা। এবার আসুন তাহলে জেনে নেয়া যাক, সত্যিই কেউ চুইংগাম গিলে ফেললে শরীরে গিয়ে তার কী অবস্থা হয়! এটি সত্যি যে, চুইংগাম কখনোই পেটের ভেতর গিয়ে বছরের পর বছর অবস্থান করে না, কিন্তু চুইংগামের সিন্থেটিক অংশটি কিন্তু একেবারেই হজমযোগ্য নয়। কিন্তু তার মানে এই নয় যে চুইংগামের সিন্থেটিক অংশ শরীরের ভেতর দীর্ঘদিন পরে থাকবে।
খুব কম ক্ষেত্রেই গাম বা রাবার আমাদের দেহে এক সপ্তাহের বেশি সময়কাল অবস্থান করতে পারে। এর কারণ একটি নির্দিষ্ট পর্যায়কাল পর পর আমাদের পাকস্থলী তাতে জমে থাকা সকল অবশিষ্ট ক্ষুদ্রান্ত্রে পাচার করে। সুতরাং আপনি যদি চুইংগাম গিলে ফেলেন, না চাইলেও তা একটি নির্দিষ্ট সময় পর পাকস্থলী থেকে অন্ত্রে স্থানান্তরিত হবে এবং শেষমেশ মলের সঙ্গে বেরিয়ে যাবে, ওহায়ো স্টেট ইউনিভার্সিটির একটি গবেষণা প্রতিবেদন তাই বলছে।
ইয়েলসায়েন্টিফিক ডট অর্গ এর অন্য একটি প্রতিবেদনে আরো বলা হয়, চুইংগাম এ থাকা কিছু কিছু উপাদান যেমন- চিনি ইত্যাদি অন্যান্য খাবারের মত হজম হয়ে যায়। তবে তাই বলে দিনের পর দিন একের পর এক চুইংগাম গিলে ফেলাও বুদ্ধিমানের কাজ হবে না। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অন্ত্র বিশেষজ্ঞ এডউইন ম্যাকডোনাল্ড বলেন, ' ক্রমাগত চুইংগাম গিলে ফেললে তা আমাদের অন্ত্রে গিয়ে দলার মতন কাঠামো তৈরি করে, যা অবশেষে আন্ত্রিক গোলযোগের কারণ হতে পারে'। তাই সজ্ঞানে চুইংগাম গিলে ফেলা কখনোই সুবিবেচনার কাজ হবে না। তবে ভুলক্রমে গিলে ফেললে খুব বেশি চিন্তার কারণ নেই!
তথ্যসূত্র : ডেইলি বাংলাদেশ/জেএমএস