আলো এক সেকেন্ডে 299,792,458 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। সেখান শব্দ প্রতি সেকেন্ডে অতিক্রম করতে পারে মাত্র ৩৪৩ মিটার (তাপমাত্রায় শব্দের গতি কম বেশি হয়)!
যেহেতু, শব্দের গতির থেকে আলোর গতি অনেক অনেক বেশি সেহেতু, শব্দ এবং আলোর উৎপত্তি কাল একই হলেও সমপরিমাণ দূরত্ব অতিক্রমে আলোর থেকে শব্দের সময় বেশি প্রয়োজন হয়।
এ-কারণেই, বজ্রপাত হলে আমার বিজলি (বজ্রপাতে তৈরি হওয়া আলো) আগে দেখলেও বজ্রনাদ (বজ্রপাতে তৈরি হওয়া শব্দ) কিছুক্ষণ পরে শুনতে পাই।
- নাহিদ জাহান ভূঁইয়া। Student Executive: Science Bee.