Abrar Islam Ador
এক কথায় যদি বলা হয় তাহলে উত্তর হবে, "না"।
বেঁচে থাকতে হলে মানুষের অবশ্যই তিনটি উপাদান খাদ্য, পানি ও অক্সিজেন লাগবেই লাগবে। আর সুন্দর করে বেঁচে থাকতে হলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও অক্সিজেন লাগবে। যদি বলা হয় আমাদের মানব সমাজকে ডাঙ্গা ছেড়ে পানির নিচে জীবনযাপন করতে তাহলে এটা এক প্রকার অসম্ভবই বটে। প্রথমত আমাদের অক্সিজেন গ্রহন নিয়ে পরতে হবে মারাত্মক ঝুঁকিতে। কারণ পানির নিচে অক্সিজেন দুরের কথা আমরা খালি নাক বা মুখ দিয়ে নিঃশ্বাসটাই নিতে পারবো না। আর নিঃশ্বাস নিতে হলে আমাদের আলাদা পাইপযুক্ত অক্সিজেন সিলিন্ডার লাগবে। যা অনেক ব্যয়বহুল হয়ে দাঁড়াবে। তারপর আমাদের পানি অভাব পূরণ করতে হবে। বেশিরভাগ নদী সাগরের পানিতে অতিরিক্ত পরিমাণ লবণ-আয়োডিন থাকে যা পান করার উপযুক্ত নয়। আর যদিও আমরা কষ্ট করে পান করেও ফেলি তবুও আমাশয় আর ডায়রিয়াতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৯০%। আর খাল-বিলে পরিষ্কার পানি পাওয়া দুষ্কর ব্যাপার। এখন যদি বলি শুধু মাছ খেয়ে পানির নেচে বেঁচে থাকা, এটাও অসম্ভব তখন? জি। শুধুমাত্র সামুদ্রিক মাছ বা এমনি মাছ খেয়ে কখনো একজন মানুষ সুস্থ ভাবে বেঁচে থাকতে পারে না। দেহে শুধুমাত্র আয়োডিন বা খনিজ লবণই থাকবে অন্যান্য কোন উপাদান দেহে বিদ্যমান থাকবে না ফলে দেহের ভারসাম্য হারাবে। আবার অধিক আয়োডিন আর খনিজ লবণের ফলেও দেহের ভারসাম্য নষ্ট হবে। অর্থাৎ খাদ্য সমস্যাও আমাদের মারাত্মকভাবে আঘাত আনবে। মানবজীব কে আল্লাহ চলার মত করেই দুনিয়ায়তে পাঠিয়েছে। তাই আমরা হাজার চেষ্টা করলেও এর বাহিরে গিয়ে অন্য আবাস্থল বানাতে পারবো না। এটা অসম্ভব।