আপনি যদি কোনো টিকটিকি মারেন কিংবা ধরতে যান তখন দেখবেন লেজটা রেখে পালানোর চেষ্টা করে এবং পালানোর পর জীবন্ত প্রাণীর মত লাফাচ্ছে।লেজ রেখে শত্রুকে ধোকা দিয়ে পালানোর চেষ্টাকে বলা হয় Caudual Autotomy.লেজের এভাবে নাড়াচড়ার কারণ হচ্ছে লেজে সৃষ্ট কিছু নার্ভ ইমপালস যেটা লেজের পেশিকে নড়াচড়ার সংকেত দেয়।