স্ট্রোক মস্তিষ্কের রক্তনালির একটি রোগ। এটি মাথাব্যথার সঙ্গে সম্পর্কিত। মস্তিষ্কের রক্তনালি যদি কোনো কারণে বন্ধ বা ছিঁড়ে যায়, তাহলেও স্ট্রোক হতে পারে। রক্তক্ষরণজনিত স্ট্রোকে মাথাব্যথা হয়। রক্ত যদি সারা মাথায় ছড়িয়ে পড়ে, সেটাতেও প্রচণ্ড ব্যথা হয়। এর চেয়ে কষ্টকর মাথাব্যথা আর নেই। তাই বলা যেতে পারে, হেমারেজ স্ট্রোকে মাথাব্যথা বেশি হয়। অন্য দিকে যাঁদের দীর্ঘদিন মাইগ্রেন থাকে, সেখান থেকে খুব অল্প ক্ষেত্রে স্ট্রোকও হতে পারে।