একজন মানুষ কখনোই অসুস্থ হবে না কথাটা আসলে মানা যায় না।শরীরে কোনো না কোনো জটিলতা দেখা দিবেই।তবে অনেকের যদিও সংখ্যা টা কম অসুস্থ হওয়ার হার অনেক কম।এর কারণ মানবদেহের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা।আপনি যদি খুব কম অসুস্থ হন তাহলে বুঝতে হবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি।যদি জ্বর-সর্দি-কাশি না হয় বা হলেও ভালো হয়ে যান একদিনের মাঝে তাহলে বুঝতে হবে আপনার দেহে এগুলোর এন্টিবায়োটিক তৈরি হয়েছে।যেমন আমার অনেক বছর জ্বর হয় না।কয়দিন আগে হয়েছিল ঔষধ ছাড়াই একদিনের মাঝে ভালো হয়ে গিয়েছিলাম।তবে আমার অন্য অনেক জটিলতা আছে দেহে।তবে অন্যদের ক্ষেত্রে বাকি রোগ নাও হতে পারে।হলেও উপসর্গ খুব কম দেখায় বা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন।
তাই বলা যায় মানুষ একদম সুস্থ থাকবে এইটা যেমন সত্য না তেমনি খুব কম অসুস্থ হওয়াও অসম্ভব নয় আর এর এইটা নেচারালই বলা চলে।সবই আপনার দেহের ইমিউনিটি সিস্টেম এর উপর নির্ভর করবে।