উদ্ভিদদেহে বিভিন্ন রাসায়নিক পদার্থসমূহ শক্তি হিসেবে জমা বা আবদ্ধ থাকে এবং পরবর্তীতে বিভিন্ন জৈবরাসায়নিক বিক্রিয়া যেমন: সালোকসংশ্লেষণ, শ্বসন ইত্যাদিতে শক্তি সরবরাহ করে অর্থাৎ শক্তির উৎস রুপে কাজ করে।এদেরকেই আত্তীকরণ শক্তি বলা হয়। এদের অন্য নাম হলো 'বায়োলজিক্যাল কয়েন'।
যেমনঃ সূর্যালোকের শক্তিকে ব্যবহার করে ATP তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। এ প্রক্রিয়ায় ATP উৎপন্ন হয় এবং ইলেকট্রন NADP-কে বিজারিত করে NADP+H+ উৎপন্ন করে। ATP এবং NADP+H+- কে আত্তীকরণ শক্তি বলে।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, বিস্ময়।