শুধু সামনের দিকে চুল ঝড়ে পড়ে কথাটা সত্য না।আমার চুল যখন বয়কাট দিয়ে রাখতাম তখন সব দিক দিয়েই যেত এখনো পিছন থেকেই চুল ঝরে পড়ছে।
তবে সামনের দিকে চুল ঝরে পড়ার হার বেশি।বিশেষ করে মেয়েদের।কারণ শ্যাম্পু বলেন,হেয়ার ড্রায়ার,স্ট্রেইটনার,আঁচড়ানো,টানাটানি,চুল নিয়ে খেলা করা ইত্যাদি ক্ষেত্রে আপনি আপনার সামনের চুলের সাথেই বেশি করে থাকেন।আর উপরের সব কয়টাই হেয়ার ফলের কারণ।তাই সামনের চুল ঝরে পড়ার হার বেশি।