রক্তের গ্রুপ নির্বাচনের পদ্ধতি ঃ-
ব্লাড গ্রুপিংয়ের জন্য যা যা দরকার
১/ ব্লাড গ্রুপিংয়ের ৩টা এন্টি
(১) Anti-A
(২)Anti-B
(৩)Anti-D
২/জীবাণু মুক্ত একটি সূচ
৩/একটি কাচের স্লাইড
৪/তুলা
৫/জীবাণুনাশক
প্রথমে যার ব্লাড গ্রুপ নির্বাচন করবেন তার হাতে যে কোন একটি আঙুল ভালো করে জীবাণু মুক্ত করে নিবেন।তার পর সূচ দিয়ে আঙুলের আগায় হাল্কা খোচা দিয়ে কাচের স্লাইড এ ৩ ফোটা রক্ত নিবেন।
ছবিতে দিয়া নির্দেষণা অনুযায়ী দূরত্ব রেখে তারপর রক্তের প্রথম ফোটায় Anti-A
২য় ফোটায় Anti-B
৩য় ফোটায় Anti-D দিয়ে ভালো করে সূচ এর গোড়া দিয়ে মিশাবেন।খেয়াল রাখবেন রক্ত&এন্টি মেশানোর সময় একটা যেনো অন্যটার সাথে না মিশে।
এখন ব্লাড গ্রুপিংয়ের নিয়মঃ-
১/ যদি Anti -A ফাটে আর Anti-B না ফাটে তাহলে রক্তের গ্রুপ A.
২/ যদি Anti-A না ফাটে আর Anti-B ফাটে তাহলে রক্তের গ্রুপ B.
৩/যদি Anti-A Anti-B দুইটাই ফাটে তাহলে রক্তের গ্রুপ AB.
৪/যদি Anti-A Anti-B দুইটাই না ফাটে তাহলে রক্তের গ্রুপ O.
আমরা এতোক্ষণ গ্রুপ নির্বাচন শিখলাম।
এখন positive আর negative নির্বাচন শিখবঃ
Anti-D যদি ফেটে যায় তাহলে positive (+)আর
Anti-D যদি না ফাটে তাহলে negative (-).