এবডোমেনের দুই পাশের তিন কিংবা কখনো চারটি এবস কানেকটিভ টিস্যু (কলা)দিয়ে দুই পাশে আটকানো থাকে। এই এবসগুলোই যখন কঠোর শারীরিক ব্যায়ামের মধ্য দিয়ে দৃশ্যমান হয়, তখন দু'পাশের তিন-তিন ছয় কিংবা চার-চার আটটি এবসের উপর ভিত্তি করে এগুলোকে সিক্স বা এইট প্যাক বডি বলা হয়ে থাকে