হিমোগ্লোবিন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগকে অক্সিহিমোগ্লোবিন বলে।
ফুসফুসের অধিকাংশ অক্সিজেন লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের সঙ্গে মিলিত হয়ে অক্সিহিমোগ্লোবিন নামক অস্থায়ী যৌগ গঠন করে। অক্সিহিমোগ্লোবিন থেকে অক্সিজেন সহজেই বিচ্ছিন্ন হতে পারে। এ জন্য অক্সিহিমোগ্লোবিনকে অস্থায়ী যৌগ বলা হয়।