Nishat Tasnim-
বেশি মিষ্টি খাওয়ার পর আবার কম মিষ্টি জাতীয় কিছু খেলে আগের চেয়ে মিষ্টি কম লাগে কারণ অলরেডি আমাদের টেস্ট বাড মিষ্টি হয়ে যায় এবং এটাকে "সেন্সরি ফ্যাটিগ" বলে। মানে সেন্সরগুলোতে অনুভূতি থাকে না, শুধু যে টেস্ট বাড তা নয় প্রায় সকল সেন্সরেই মিষ্টির অনুভূতি চলে যায়। তাই পরে অন্য কোনো মিষ্টি জিনিস খেলেও মিষ্টি লাগেনা।