LDL (low-density lipoprotein) এটিকে কখনও কখনও "খারাপ" কোলেস্টেরলও বলা হয়। উচ্চ মাত্রার LDL কোলেস্টেরল হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।
HDL (high-density lipoprotein) একে LDL এর বিপরীত, অর্থাৎ "ভাল" কোলেস্টেরল বলা হয়। HDL রক্তে কোলেস্টেরল শোষণ করে এবং যকৃতে প্রেরণ করে। অতপর, লিভার সেই কোলেস্টেরলকে শরীর থেকে বের করার কাজ করে। উচ্চ মাত্রার HDL কোলেস্টেরল হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমায়।
- নাহিদ জাহান ভূঁইয়া। Student Executive : Science Bee.