পরমাণুর নিউক্লিস এ থাকে প্রোটন যা ধণাত্বক চার্জ বিশিষ্ট এবং এর চার দিকে যত সংখ্যক প্রোটন থাকে টিক ততটি ইলেক্ট্রন বিভিন্ন কক্ষ পথে পরিভ্রম করে। আর ইলেক্ট্রন ঋণাতক চার্জ বিশিষ্ট। যেহেতু,পরমাণুর প্রোটন -ইলেক্ট্রন সংখ্যা সমান থাকে তাই এর ধণাত্বক এবং ঋণাতক সংখ্যা ও সমান থাকবে। মূলত এই জন্যে পরমাণু চার্জ নিরপেক্ষ।