শীতনিদ্রা (Hibernation)
কিছু কিছু প্রাণী বিশেষ করে শীতলরক্তের প্রাণীদের শীতকালীন নিষ্ক্রিয় জীবনযাপন করাকে শীতনিদ্রা (Hibernation) বলে। শীতকালে যখন পরিবেশের তাপমাত্রা হ্রাস পায়, তখন এ সকল প্রাণীদের রক্তের তাপমাত্রাও হ্রাস পায়। এ সকল প্রাণী তখন উষ্ণ পরিবেশে অবস্থান করে এবং নিষ্ক্রিয় জীবনযাপন করে।
সাপ, ব্যাঙ, ইঁদুর, ground sqirrels, prairie dog, European Hedgehog, কিছু মাছ, ভাল্লুক ইত্যাদি প্রাণী শীতনিদ্রায় যায়। শীতনিদ্রাকালে এ সকল প্রাণীরা সাধারণ খাদ্য গ্রহণ করে না। দেহের সঞ্চিত চর্বি থেকে এরা প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে। কোন কোন সরীসৃপ ও উভচর প্রাণী এ সময়ে ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়। ব্যাঙ শীতনিদ্রাকালে উষ্ণ গর্তে অবস্থান করে। এ সময়ে হৃৎস্পন্দন কমে যায় এবং বিপাকের হার হ্রাস পায়।