Md Mahabub Alam
এমন হওয়ার কারন হতে পারে অধিক সময় ধরে চর্চা করলেও তাদের ইনটেশন গণিত শেখায় থাকেনা,মূলত তারা মুখস্ত করে ফেলে। আমি অধিকাংশ মামুষকেই দেখেছি যারা গণিত মানে অংক করাকেই বুঝে। বস্তুত গণিতটাকে যত বেশি বাস্তবিকভাবে নেয়া যায়, গণিত শেখা তত সহজ হয়। আমরা অনেকেই গণিত বইয়ে প্রতি চ্যাপ্টারে শুরুতে যেই ব্যাখ্যা দেয়া হয় তা পড়ি না,বুঝার চেষ্টা করি না,সূত্র প্রমান দেখি, সূত্র মুখস্ত করি এবং অংক করা শুরু করি,বইয়ের সব অংক করে ফেলি, গাইডের সব করে ফেলি, টেষ্ট পেপার করে ফেলি, কিন্তু পরীক্ষা ঘুরিয়ে বললে তা আর সমাধান করতে পারিনা৷ কারন আসলে টার্মগুলি সমন্ধে সঠিক ধারনা না থাকা। বেসিক জানতে হবে,বাস্তবিক হতে হবে,প্রেকটিস করতে হবে,অংক করার চেয়ে প্রশ্ন বুঝার প্রতি বেশি গুরত্ব দিতে হবে। এটাই আমার ধারনা