সূর্য আর নক্ষত্রকেন্দ্রিক সময়ের সমন্বয় করতে গিয়ে প্রতি ৪ বছর পর পর যে এক সেকেন্ড সমন্বয় করতে হয়, তাকে লিপ সেকেন্ড বলে।
(A leap second is a positive or negative one-second adjustment to the Coordinated Universal Time (UTC) time scale)
সাধারণতঃ ৪ বছর পর পর এই সাংবার্ষিক সমন্বয় করতে হয়। এতে প্রতি লিপ ইয়ারে ৩০ জুন তারিখের শেষ সেকেন্ডের পরের এক সেকেন্ডকে 'জিরো সেকেন্ড' গণনা করে পরবর্তী বছরের সময় গণনা শুরু হয়।