HIV মূলত চিম্পাঞ্জিদের ভাইরাস (SIV) থেকে মানুষের শরীরে এসেছে। এটি মানুষের শরীরে থাকে রক্ত, বীর্য, যোনি তরল, স্তন্যদুগ্ধ ইত্যাদিতে এবং ছড়ায় মূলত যৌন সম্পর্ক, রক্তের সংস্পর্শ, ও মা থেকে শিশুর মধ্যে। প্রথমে আফ্রিকার শিকারিদের মাধ্যমে এটি মানুষের শরীরে প্রবেশ করে এবং পরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে
HIV যেভাবে শুরু হয়েছিলো:
HIV-এর উৎস হলো Simian Immunodeficiency Virus (SIV), যা চিম্পাঞ্জিদের শরীরে পাওয়া যায়। আফ্রিকার শিকারিরা যখন চিম্পাঞ্জি শিকার করে তাদের রক্তের সংস্পর্শে আসে, তখন এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে। এই প্রক্রিয়াকে বলা হয় zoonotic transmission (প্রাণী থেকে মানুষের মধ্যে রোগ ছড়ানো)।
ধারণা করা হয় এই ভাইরাস এর সাথে মানুষের প্রথম সংস্পর্শ হয়েছিলো 1800 এর দিকেই। তবে AIDS নামটি একটি রোগ হিসেবে স্বীকৃত হয় 1981 সালে।
সূত্র :
https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC3234451/
https://www.medicalnewstoday.com/articles/etiology-hiv