কোনো কঠিন পদার্থকে কোনো তরল ভিজাবে কিনা তা ঐ পদার্থদ্বয়ের সংসক্তি ও আসঞ্জন বলের পার্থক্যের উপর নির্ভর করে। একই পদার্থের বিভিন্ন অণুগুলোর পারস্পারিক আকর্ষণ বলই সংশক্তি বল। অপরদিকে ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল হচ্ছে সংশক্তি বল। সংশক্তি বল তরলকে আনুভূমিক রাখতে সাহায্য করে পক্ষান্তরে আসঞ্জন বল তরলের তলকে উপরে উঠাতে চেষ্টা করে। এই দুই প্রকার বলের ক্রিয়ার তরল কঠিন পদার্থের গা বেয়ে উপরে উঠে অথবা নিচে নামে এবং কঠিন পদার্থের তলের সাথে একটি কোণ উৎপন্ন করে। এ কোণকে স্পর্শ কোণ বলে। যদি তরলের ঘনত্ব কঠিনের ঘনত্ব অপেক্ষা বেশি হয়, তবে তরলের সংশক্তি বল > কঠিন ও তরলের আসঞ্জন বল হবে এবং স্পর্শ কোণটি স্থুলকোণ হবে। ফলে তরল ঐ কঠিন পদার্থকে ভিজাতে পারে না। আবার যদি তরলের ঘনত্ব কঠিনের ঘনত্ব অপেক্ষা কম হয়, তবে তরলের সংশক্তি বল < কঠিন ও তরলের আসঞ্জন বল হবে এবং স্পর্শ কোণটি সূক্ষ্ম কোণ হবে। ফলে তরল ঐ কঠিন পদার্থকে ভিজিয়ে দেয়।
পানির ক্ষেত্রে,
পানি যেসকল পদার্থের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করতে পারে কেবল সেসকল পদার্থকেই ভিজায় আর যেসকল পদার্থের সাথে স্থুলকোণ উৎপন্ন করে তাদেরকে ভিজাতে পারে না।