আমাদের চুলের ফলিকল হলো এমন একটি অঙ্গ যা আমাদের শরীরে লোম বা চুল তৈরি করে৷ ফলিকলের গভীরে কোষ তৈরি হতে থাকে। নতুন কোষ তৈরি হলে সেই কোষ আগে তৈরি হওয়া পুরোনো কোষকে উপরের দিকে ধাক্কা দেয়৷ এভাবে ধাক্কা দিতে দিতে একসময় কোষগুলো শরীর থেকে বের হয়ে যায় এবং সেটাই হলো আমাদের চুল। কিন্তু ফলিকলগুলো একটানা কোষ তৈরি করে না। একটা নির্দিষ্ট সময় পরপর বিরতি নিয়ে নিয়ে কোষ বা চুল তৈরি করে। তাই যেই সময় পর্যন্ত চুল তৈরি চলে, সেটাকে growth phase এবং বিরতির সময়কে rest phase বলে। আমাদের শরীরের স্থান অনুসারে এই phase-গুলোর ব্যাপ্তিকাল পরিবর্তিত হয়। আমাদের মাথার চুলের growth phase-এর ব্যাপ্তিকাল প্রায় কয়েকবছর৷ তাই আমাদের মাথার চুল অনেক লম্বা সময়ের জন্য বড় হয়৷ কিন্তু হাত বা পায়ের লোমের ব্যাপ্তিকাল দুইমাসের মতো হয়৷ তাই খুব সময়েই ঝরে গিয়ে নতুন লোম তৈরি হয়৷ এখন এই ঝরে যাওয়াটা আমরা চুলের ক্ষেত্রে খেয়াল করলেও ছোট হওয়ায় হাতের ক্ষেত্রে তেমন খেয়াল করি না৷ তাই আমাদের মনে হয় যে আজীবনই আমাদের লোম বোধহয় বড় হচ্ছে না।
তো পরিশেষে সামারি হলো, "আমাদের হাতের লোম বড় হয় না এমন না। আমাদের হাতের লোম আজীবনই বড় হয়, কিন্তু দুই মাস অন্তর অন্তর পুরোনো লোম ঝরে গিয়ে নতুন লোম আসে৷ যেটা একবারে সবগুলো লোমের ক্ষেত্রে হয় না৷ তাই আমরা খেয়াল করি না৷ কিন্তু চুল বড় হওয়ায় একটা চুল পড়লেও আমরা দেখতে পাই৷"
এখানে আরেকটা জিনিস নোট করতে হবে যে, আমাদের মাথার চুল পড়লে আমরা অনেকসময়েই হতাশ হই বা ভয় পাই৷ এক্ষেত্রে উপরের বর্ণনা থেকে প্রতীয়মান হয় যে আমাদের চুল পড়া একটি স্বাভাবিক চক্র। পুরুষের দিনে গড়ে ৫০-১০০টি চুল পড়া স্বাভাবিক। তাই চুল পড়লে আতঙ্কিত হবেন না। তবে বেশি বেশি চুল পড়লে সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।