আশা করি আপনি নবম দশম শ্রেণির বাংলা প্রথম পত্র বই এর পদ্য অংশ থেকে প্রশ্নটি করছেন |
চাঁদ সওদাগর মূলত একজন ব্যবসায়ী ছিলেন
চন্দ্রধর বনিক,চাঁদ বেনে বা চাঁদ সওদাগর মনসামঙ্গল কাব্যধারার একটি কিংবদন্তি চরিত্র। তিনি ছিলেন প্রাচীন ভারতের চম্পক নগরের একজন ধনী ও ক্ষমতাশালী বণিক। বিপ্রদাস পিপলাই তার মনসামঙ্গল কাব্যে উল্লেখ করেছেন যে, চন্দ্রধর বণিক বাণিজ্যতরী সপ্তগ্রাম ও গঙ্গা-যমুনা-সরস্বতী নদীর মিলনস্থলে অবস্থিত ত্রিবেণী হয়ে সমুদ্রের পথে যাত্রা করত। চন্দ্রধর বণিকের উপাখ্যানের সঙ্গে পৌরাণিক নাগদেবী মনসার পূজার প্রচারের লৌকিক গল্প কাহিনিটি জড়িত করা হয়েছিল। - Source : Wikipedia
প্রাচীন কালের পুরানঘটিত কাহিনিতে বনিকদের ব্যবসাখাত সংশ্লিষ্ট কাজে ডিঙা তথা নৌকার ব্যাবহার এর কথা উল্লেখ পাওয়া যায় | কবিতায় " চাঁদ সওদাগর এর ডিঙার বহর " বলতে মূলত প্রাচীন বাংলার ব্যবসায়ী প্রাচুৰ্য্য ও ইতিহাসের কথা বর্ণনা করা হয়েছে | বাঙালি জাতিসত্তার ক্রমবিকাশে অর্থনীতি ও ব্যবসাখাতের উল্লেখ পাওয়া যায় এই চরণ থেকে |