আজ থেকে প্রায় ৭৪০০০ বছর পূর্বে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের "Tuba Supervolcano" বিস্ফারিত হয়। যা পৃথিবী ইতিহাসের সবচেয়ে ভয়ংকর অগ্ন্যুৎপাতের একটি। এই বিস্ফোরণ থেকে এত পরিমাণ মেঘমা নির্গত হয়েছিল যা দ্বারা সম্পূর্ণ আমেরিকাকে ছাই এবং শিলার এক ফুট পুরু স্তর পর্যন্ত ঢেকে ফেলতে সম্ভব। তাছাড়াও এর থেকে এত পরিমাণ ধোঁয়া নির্গত হয়েছিল যে তখন সূর্যালোক আংশিক ভাবে অবরুদ্ধ হয়ে পড়ে এবং পৃথিবীর তাপমাত্রা ৩ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি পর্যন্ত নিচে নেমে আসে।
ধারণা করা হয়, এই বিস্ফোরণ এতটাই ভয়ংকর ছিল যে এর ফলে মানব সভ্যতা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। এক তত্ত্ব অনুসারে, এই বিস্ফোরণের ফলে তখন পৃথিবীতে মাত্র ৫০০০-১০০০০ মানুষ আফ্রিকার কোন এক কোণায় জীবিত বেঁচে ছিল।
এক্ষেত্রে অনুমান করা হয় যে, তাদের মধ্যে এক বিশেষ জেনেটিক সক্ষমতার কারণে তারা এই পরিস্থিতিতে টিকে থাকতে সফল হয়েছিল এবং বর্তমানের জেনেটিক ত্বত্ত হতে এর প্রমাণ পাওয়া যায় যে,আজকের দিনে যত মানুষ রয়েছে তারা সকলেই সেসব বেঁচে যাওয়া লোকেদের হতেই।এটিকে জেনেটিক বটলনেক (Genetic Bottleneck) বলা হয়।
যদিও এর পক্ষে বিপক্ষে অনেক বিজ্ঞানীদের ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। তবে এটুকু বলা যায়, এই ঘটনাটি মানবজাতির ইতিহাসকে সম্পূর্ণ বদলে দিয়েছিল।
Shah Sultan Nur
Source : Forbes, National Geographic