মানুষিক রোগ বলতে আমাদের দেশের মানুষ সরাসরি পাগল ভেবে বসেন, আমাদের শরীরে যেমন বিভিন্ন রকম জীবণু থাকে ঠিক তেমনি আমরা সবাই কোনো না কোনো ছোটোখাটো মানুষিক ব্যাধিতে আক্রান্ত । যা নিরাময় যোগ্য । তাই আমি সরাসরি মানুষিক রোগ না বলে বলবো একটি বিশেষ চারিত্রিক বৈশিষ্ট ।
ইংলিশে এই ধরণের চারিত্রিক বৈশিষ্টের মানুষদেরকে NARCIST বলে। মনে করা হয় Narcist নাম একজন গ্রিক দেবতা ছিলেন , সে দেখতে অনেক সুন্দর ছিলেন, তাই তিনি সব সময় নিজের সুন্দরের প্রশংসা করতে বেশি পছন্দ করতেন। তিনি ভাবতেন তার থেকে সুন্দর আর কেউ নেই, তিনিই সব থেকে সুন্দর । NARCIST দেবতার নাম অনুসারে এই ধরণের চারিত্রিক বৈশিষ্টকে NARCISM বলে। আর সাইকোলজির ভাষায় একে NARCISM Complexity বলে । অর্থ্যাৎ এই ধরণের কমপ্লেক্সিটিতে যারা ভোগেন তারা নিজেদের দোষ দেখতে পারেন না । নিজের প্রতি অনেক বেশি পসিটিভ থাকেন, ফলে নিজের দোষ ও স্বীকার করতে চান না ।