একেবারে পিওর গোল্ড, খাটি সোনা হলো ২৪ ক‍্যারেট। আর ২৪ ক‍্যারেট মানে খাটি সোনা। আর খাটি সোনা কখনো ব্যবহার যোগ্য নয়,শুধু মাত্র বার বা বিস্কুট হিসেবে থাকে। খাটি সোনা খুব নরম হয়, যা অলংকার তৈরি করলে ব্যবহার করতে পারবেন না, ভেংগে বা ছিড়ে যাবে। সেজন্য স্বর্নের সাথে খাদ বা ধাতু মিশ্রন করা হয়। যত বেশি পরিমান ধাতু ব্যবহার করা হয়, তত এর ক‍্যারেট কমতে থাকে। মুলত ক্যারেট দ্বারা গুনগত মান নির্দেশ করে। অর্থাৎ ২২ ক্যারেট হলো কম খাদ মিশ্রিত তাই দাম ও বেশি। আবার ২১ ক্যারেট একটু বেশি খাদ মিশ্রিত তাই দাম ও কম।
এভাবে যত ক্যারেট নিচে নামবেন, ততো বেশি খাদ মিশ্রিত গোল্ড পাবেন।
মুলত মুল্যবান ধাতু গোল্ড খনি থেকে উত্তলোন করা হয়। ফলে সব জায়গায় খাটি সোনা থাকে না, পাওয়া ও যায় না। সোনাকে রিফাইন করে ক্যাটাগরি করা হয়, যেটা যত বেশি পিওর সেটার ক্যারেট বা মান ততো উপরে। এভাবে শ্রেনী বিন্যাস করাতে বাজারে এর দাম তারতম্য সহজ হয়। আপনি চাইলে ২১/২২/২০ ক্যারেট কে রিফাইন করে অর্জিনাল ২৪ ক্যারেট তৈরি করতে ও পারবেন, আকার ২৪ ক্যারেট কে অন্য ধাতুতে মিশিয়ে ক্যারেট পরিবর্তন করতে পারবেন। ক্যারেটের রেশিও রয়েছে।
©️Md Raihan Sharif