বিদ্যুৎ মূলত ইলেকট্রনের প্রবাহ।পরিবাহীর দুই প্রান্তের মাঝে বিভব পার্থক্যের সৃষ্টি হলে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধাবিত হয়।ইলেকট্রনের এই প্রবাহকে বিদ্যুৎ প্রবাহ বলে।ইলেকট্রন হলো পরমাণুর বাইরের দিকে নিদ্রিষ্ট কক্ষপথে অবস্থিত ঋনাত্মক চার্জযুক্ত কণা।
আর বিদ্যুৎ কোনো পদার্থ নয়...এক প্রকার শক্তি।