নাহ। ওয়্যারলেস চার্জিংয়ে চার্জার ডক থেকে বিদ্যুৎ চৌম্বকীয় শক্তি নির্গত হয়, সে শক্তি ফোনের রিসিভার আবার বিদ্যুৎশক্তিরুপে গ্রহণ করে চার্জকে ধারণ করে।
আর বিদ্যুৎচৌম্বকীয় ক্ষেত্র তৈরী করে এমন যেকোনোকিছুই বাড়তি তাপ উৎপন্ন করে। কারণ গোটা ব্যবস্থায় ব্যবহৃত কুন্ডলীতে ইলেক্ট্রনের একপ্রকার ঝড় ওঠে তখন। ঠিক যে কারণে এসি মোটর, এসি ফ্যান বা প্রচলিত ফ্যান অনেক বেশি গরম হয়।
যাইহোক, এই তাপ বেশি মনে হলেও ঘাবড়াবার কিছু নেই, ডক উত্তপ্ত হওয়া মানে এই নয় যে ফোনের ক্ষতি হচ্ছে।
ফোনের বডি, অভ্যন্তরীণ আই সি বা ইন্টিগ্রেটেড সার্কিট এই তাপের চাইতে অনেক বেশি তাপ সামলাতে সক্ষম, এমনকি এই তাপের চাইতে বহু বেশি তাপ উৎপন্ন হয় যখন এর প্রসেসিং ইউনিট ফুল লোড অবস্থায় থাকে।