দেখতে একরকম হলেও ছাগল ও ভেড়ার জেনেটিক্সের দিক থেকে পুরোপুরি মিল নেই। ভেড়া Ovis genus এর অন্তর্গত এবং তাদের ৫৪টি ক্রোমোজোম আছে অন্যদিকে ছাগল Capro genus এর অন্তর্গত যাদের ৬০টি ক্রোমোজোম রয়েছে।
তাই এই দুই প্রজাতির মাঝে হাইব্রিড (নতুন আরেকটি প্রজাতি) জন্ম হওয়া খুবই বিরল তবে অসম্ভব নয়। অনেক রিসার্চে দেখা গেছে ভেড়া ও ছাগলের হাইব্রিড (নতুন প্রজাতির) প্রাণীটি সাধারণত মৃত জন্ম নেয়।
প্রাকৃতিকভাবে এই হাইব্রিড হওয়ার মতো পরিস্থিতি হয় যখন ভেড়া ও ছাগল একই জায়গায় রাখা হয় ও ভেড়ার ক্ষেত্রে বিপরীত লিঙ্গের ভেড়া এবং ছাগলের ক্ষেত্রে বিপরীত লিঙ্গের ছাগল না থাকে।