অবশ্যই প্রাণীরা নিশ্বাসের সময় অক্সিজেন ছাড়াও অন্যান্য গ্যাস গ্রহণ করে। নইলে বিভিন্ন সময় যে আমরা শুনি নিশ্বাসের মাধ্যমে বিষাক্ত গ্যাস গ্রহণের ফলে কেউ অসুস্থ হয়ে পড়েছে, এমনটা কি করে হতো?
লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের সাথে আমাদের নিশ্বাস নেওয়া বাতাসে উপস্থিত অক্সিজেন "অক্সথিমগ্লবিন" তৈরি করে। বাকি গ্যাস(যেমন নাইট্রোজেন, কার্বন-ডাইঅক্সাইড) শ্বাস ছাড়ার সময় বাইরে বের হয়ে যায়। অক্সিজেন আমাদের শরীরের ক্রিয়াকলাপের জন্য অত্যাবশ্যক। তাই শরীর যা প্রয়োজন তা নেয় এবং বাকিগুলো বের করে ফেলে।
Source: ncbl