নিউরনের চারদিকে নিউরিলেমা আবরণ থাকে। এই নিউরিলেমা ও অ্যাক্সনের মধ্যবর্তী অঞ্চলে স্নেহ পদার্থের একটি স্তর থাকে। সোজা কথায় এটাই মায়োলিন সিথ।
তবে আরও গভীরভাবে বললে, নিউরনের চারপাশ এক ধরনের গ্লায়াকোষ থাকে। এই গ্লায়াকোষের কোষঝিল্লির যেই অংশ নিউরিলেমা আবরণী ও অ্যাক্সের মাঝখানে থাকে সেটিই হলো মায়োলিন, যা স্নেহ পদার্থের তৈরি।