বিজ্ঞানের হিসেবে মানুষ যে পরিমাণ আলােতে দেখে, বিড়াল তার ছয় ভাগ কম আলােতেও দেখতে পারে। এর কারণ তার চোখে রেটিনার পেছনে টেপেটাম লুসিডাম নামক টিস্যু স্তর আছে যা রেটিনা দিয়ে যে আলাে যায় তাকে আবার বর্ধিত ভাবে রিফ্লেক্ট করতে পারে যেন ফটোরিসেপ্টরে তা ধরা পড়ে। তাই যখন কোনাে আলাে পড়ে তা বিড়ালের চোখের ভেতরে বর্ধিত হয়ে প্রতিফলিত হয়। তাছাড়া বিড়ালের চোখের পিউপিল (যে ছিদ্র দিয়ে আলাে প্রবেশ করে) অনেক বড়, তাই রাতে অল্প আলােতে তারা কোনাে জিনিস দেখার জন্য পিউপিল যথেষ্ট বড় করতে পারে। এতে অতি মৃদু আলােও সে দেখতে পায়। একারণেই রাতে আলাে পড়লে বিড়ালের চোখ চকচক করে।