অ্যান্টিম্যাটার- পৃথিবীর সবচেয়ে দামি বস্তু। এটি কখনো বানানো যায় না অর্থাৎ পুরোটাই প্রাকৃতিক বা এক কথায় বলতে গেলে এটি বানানো অসম্ভব। বিজ্ঞানীদের গবেষণালব্ধ ফলাফল এবং চেষ্টার পর এটির মাত্র তিনশ নয়টি আইটেম বানানো সম্ভব হয়েছে এ পর্যন্ত। এরপর থেকে অসংখ্য বার এটা নিয়ে আলোচনা বা গবেষণা করা হয়েছে তবে আমেরিকার অ্যাস্ট্রোনমিক্যাল বিশেষজ্ঞরা বলেছেন আকাশের ঠান্ডার স্টর্ম মেঘের স্তরের উপরে এই বস্তুটি পাওয়া সম্ভব। পরবর্তীতে একটি দল বিজ্ঞানী ১৭ মিনিটের জন্য ৩০৯ টি অ্যান্টিম্যাটার আইটেম বানাতে পেরেছিল। আসলে খুবই অল্প সময়ের জন্য বানানো এই বস্তুটির দাম এ জন্যই এত চড়া। নিউটন প্রোটন ও পজিট্রন এই সবকিছুর জন্যই এটি অ্যান্টিম্যাটার। এটির এক গ্রামের ওজন প্রায় ৪০ লাখ কোটি টাকা।