মনে করুন আপনি একটি বস্তু এক স্থান থেকে অন্য স্থাবে প্রেরণ করতে চান, সেখানে পৌছালেই কেউ সেটাকে রিসিভ করে নিবে। আপনি যেখানে বস্তুটি প্রেরণ করতে চান সেখান থেকে বস্তুটির দূরুত্ব ১০ কিমি উত্তর দিক এবং ২ ঘন্টায় সেটাকে উক্ত স্থানে প্রেরণ করতে হবে। এবার আপনার একটি বস্তু বহনকারি গাড়ি আছে, যেটি সমবেগে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। এবার আপনি সেটিতে করে বস্তুটি ৫ কিমি প্রতি ঘন্টায় প্রেরণ করলেন। যেন দুই ঘন্টায় সেটি ১০ কিমি পাড়ি দিতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যেকোন দিকে গাড়িটি প্রেরণ করলে সেটি গন্তব্যে পৌছাবে না। যদি আপনি গাড়িটিকে দক্ষিন দিকে প্রেরণ করেন দু ঘন্টা পর আপনি যেখানে প্রেরণ করতে চেয়েছিলেন সেখান থেকে সেটি ২০ কিমি দূরে থাকবে। পশ্চিম বা পূর্বে গেলে অন্য হিসাব, যেটি পিথাগোরাসের সূত্র দিয়ে বের করা যায়! যদি আপনি সেটাকে উত্তর দিকে প্রেরণ করেন তাহলেই কেবল সেটি ২ ঘন্টা পর গন্তবে পৌছাবে। কোন বস্তু যেকোন বেগে গেলে সমান অবস্থানে যায় না। সেটি কোন দিকে কিভাবে গিয়েছে সেটি জানার জন্য ভেক্টর রাশির প্রয়োজোন পরে। আর এইচএসসি অর্থাৎ কলেজ লেভেলে ভেক্টর নামক অধ্যায় টা পড়োলে বিষয় টা একদম ক্লিয়ার হয়ে যাবে। যদি আপনি তার নিচের শ্রেনীর হন তাহলে অনুরোধ রইলো বই সংগ্রহ করে বা পিডিএফ থেকে কষ্ট করে সেটা পড়বেন। আমি একটি লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে বিষয় টি বুঝতে পারবেন।
YouTube Video Link:
https://youtu.be/RSmY2M7TiDA