আলোর কণার গতিশক্তি আছে হ্যাঁ সত্য। শক্তি রূপান্তরিত হয় এও সত্য। তবে যদি সংঘর্ষ ঘটে। যেমন ধরুন কোনো একটা বস্তু K গতিশক্তিতে চলছে এখন যদি এটি আরেকটি বস্তুতে আঘাত করে তাহলে ওই বস্তুটা কিছুটা গতিশক্তি হারাবে। কিছুটা শব্দশক্তিতেও রূপান্তরিত হবে। এখন দূরের গ্যালাক্সি থেকে আগত আলোর কণাও যদি কোনো বস্তুতে আঘাত করত তাহলে সেটিও কিছুটা গতিশক্তি হারাতো।