প্রত্যেক গ্যালাক্সির কেন্দ্রে থাকে সুপারম্যাসিভ ব্ল্যাকহোল। এই ব্ল্যাকহোল সমগ্র গ্যালাক্সির নক্ষত্রগুলোকে এক জায়গায় আবদ্ধ করে রাখে। সূর্য যেমন সোলার সিস্টেমের সব গ্রহকে একত্রে আটকে রাখে,এক্ষেত্রেও একই প্রক্রিয়া। কৃষ্ণগহ্বর না থাকলে গ্যালাক্সির নক্ষত্রগুলো একত্রে শৃঙ্খলবদ্ধ হয়ে থাকতো না। ফলে মহাকাশে বিপর্যয় নেমে আসতো।
তাই কৃষ্ণগহ্বরের উপকার নেই এটা কোনোভাবেই বলা যাবেনা।