এটাকে ইয়ারওয়ার্ম বলা হয়। মূলত ইয়ারওয়ার্ম হলো যেকোনো শব্দ, গান, নাম, কথা মাথার ভেতরে ক্রমাগত ঘুরতে থাকা, যেটা আমাদের মনেহয় আমরা দীর্ঘ সময় ধরে বারবার মাথার ভেতরে শুনছি, কিন্তু বাস্তবে আসলে ওই গান বা শব্দ ওই সময়ে আমাদের আশেপাশে বাজছে না। ইয়ারওয়ার্ম নিয়ে আরো বিস্তারিত জানতে পড়তে পারেন: ইয়ারওর্য়াম
এই বিষয়টি আমাদের সাথে ফোনের রিংটোন এর ক্ষেত্রেও হয়। ফোন বাজছে না, তাও আমাদের মনেহয় ফোন বাজছে, এবং এরপর আমরা ফোন চেক করে দেখি আসলে কিছুই বাজেনি, কোনো কল ও আসেনি। এটার বিষয়ে বিস্তারিত পড়ুন: কেউ কল দেয়নি, তাও মনে হচ্ছে ফোন বাজছে– ফ্যান্টম ভাইব্রেশন সিন্ড্রোম