মেরু অঞ্চলের বরফ গলে ভরের বণ্টন বদলে যাচ্ছে। এটিই সম্ভবত দিনের দৈর্ঘ্য কমে আসার প্রকৃত কারণ। তবে আরও বিশদ গবেষণা না করে কোনো কিছুই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। গত বছরের জুন থেকে ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে নিজ কক্ষপথে ঘূর্ণন শেষ করছে পৃথিবী।