সূর্যের আলো সবগুলো রঙের মিশ্রণে গঠিত।রং গুলোর মধ্যে কমলা,লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি।তরঙ্গদৈর্ঘ্য যতো বেশি হয়, রঙের বিচ্ছুরণ ততো কম হয়।
সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্য অনেকটা হেলে আলো দেওয়ায় আলোকে বায়মন্ডলের মধ্য দিয়ে বেশি পথ অতিক্রম করে আসতে হয়।এসময় কম তরঙ্গদৈর্ঘ্যের আলোগুলো বিচ্ছুরিত হয়ে যায়।
কমলা,লাল রঙ কম বিচ্ছুরিত হওয়ায় এগুলো বায়ুমণ্ডলের দীর্ঘ পথ অতিক্রম করতে পারে এবং আকাশ লাল দেখা যায়।