Arif Ahmed-
প্রথমত তিমি জলজ প্রাণী। তাই তিমি যখন ডাঙায় আসবে তখন তার শরীরের সাথে বাহিরের আবহাওয়া মানানসই হবেনা।তিমির অসহ্য জ্বালাপোড়া অনুভব হবে চামড়ায়। কারণ তার শরীর সূর্যের সকল রশ্মি সহনীয় না।তবে অল্প সময় তিমি সহ্য করতে পারে। আমরা ডাঙ্গার প্রাণী। আমাদের সেই ক্ষমতা আছে। তবে তিমির নাই। হ্যা তিমি বাঁচবে যদি তার ত্বক সব সময় ভেজা থাকে। এ তো গেল তার ত্বক এর কথা।
এবার আসেন ভর এর কথায়। আমাদেরকে যদি মহাসগরের 500 মিটার গভীরে যেতে হয় আমরা কি যেতে পারবো? কোনো সেফটি গিয়ার ছাড়া, ধরুন অক্সিজেন ট্যাংক নিয়ে গেলাম। তার পরেও কিন্তু সেই পরিবেশে আমরা টিকতে পারবোনা সেখানে শূন্যের কাছাকাছি তাপমাত্রা এবং প্রচন্ড পানির চাপ। তিমির পক্ষে সেখানে বেচেঁ থাকা সহজ কিন্তু বাহিরে বেচেঁ থাকা কঠিন। আপনি শুয়ে আছেন এবং আপনার উপরে দশজন মানুষ উঠলে যেমন আপনার অসুবিধা হবে ঠিক তেমনি। ওদের নিজের ভরের কারণে নি:শ্বাস নেয়া কষ্টকর হয়ে পড়ে। ভাসমান অবস্থায় তিমি ভর ফিল করে না। তাই তিমির ডাঙায় উঠলে শ্বাস নিতে অসুবিধা হয়।