এটা সত্যিই অবাক ব্যাপার যে অক্সিজেন নিজে জ্বলে না অথচ অন্যকে জ্বলতে সাহায্য করে। এটা কীভাবে সম্ভব? অক্সিজেনের ম্যাজিকটা কী? আসল ম্যাজিক হলো আগুন জ্বলার ব্যাপারটা। এটা হলো সাধারণত একধরনের এক্সোথারমাল বিক্রিয়া। অর্থাৎ এর মাধ্যমে তাপ নির্গত হয়। এ জন্য শক্তিও প্রয়োজন। এই শক্তি আসে অক্সিজেন থেকে। যেমন আমরা যদি কার্বনকে জারণ প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড তৈরি করি, তাহলে কার্বন ও অক্সিজেনের বিক্রিয়ায় প্রচুর তাপ নির্গত হবে। কিন্তু অক্সিজেন নিজে নিজের সঙ্গে বিক্রিয়া করে না। এ জন্য সে নিজে জ্বলে না, কিন্তু জ্বলতে সাহায্য করে।